ইবি সায়েন্স ক্লাবের নবীনবরণ অনুষ্ঠিত

ইবি সায়েন্স ক্লাবের নবীনবরণ অনুষ্ঠিত

শামীমা রহমান,ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সায়েন্স ক্লাবের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে ক্লাবটির ভারপ্রাপ্ত সভাপতি ইজমাতুল ফেরদৌস লিভার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ও ক্লাবের উপদেষ্টা ড. শরিফুল ইসলাম এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও উপদেষ্টা মোঃ ইনজামুল হক।

বিশেষ অতিথির বক্তব্যে ক্লাবের উপদেষ্টা ড. শরিফুল ইসলাম বলেন, “বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে এমন ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে সায়েন্স ক্লাব আরও অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বিজ্ঞানচর্চা ও গবেষণার প্রতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছে। বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান বিস্তারের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বাড়াতে পারবে এবং ভবিষ্যতে নতুন উদ্ভাবনে ভূমিকা রাখতে সক্ষম হবে।”

প্রসঙ্গত,অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আইকিউ কম্পিটিশন (ব্রিংজল)। এছাড়াও অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।সেশনটি পরিচালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরমান হোসাইন।