ইরানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ইরানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

এএইচএফ কাপ হকিতে নিজেদের তৃতীয় ম্যাচে ইরানের বিপক্ষে ৬-২ ব্যবধানে জয় তুলে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে হ্যাটট্রিক করেছেন আশরাফুল ইসলাম।

জাকার্তা যাওয়ার আগে জাতীয় হকি দলের মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি বলে গিয়েছিলেন, প্রথমত সেমিফাইনালে খেলার লক্ষ্য। বাকিটা ম্যাচ বাই ম্যাচ ধরে এগোতে চান। তবে মূল লক্ষ্যটা শিরোপা জয়ের।

জাকার্তার জেবিকে হকি ফিল্ডে মঙ্গলবার পুল ‘বি’-এর ম্যাচে একটি করে গোল করেন খোরশেদুর রহমান, মাহবুব হোসেন ও রোমান সরকার।

প্রথম কোয়ার্টারে গোল হজম করলেও পুরো ম্যাচ দাপটের সঙ্গেই খেলেছে গোবিনাথান কৃষ্ণমূর্তির শিষ্যরা।

বি গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজরা। আগামী ১৭ মার্চ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান।