উজিরপুরে চুরির প্রতিবাদ করায় হামলায় নারী আহত

উজিরপুরে চুরির প্রতিবাদ করায় হামলায় নারী আহত

 

বরিশালের উজিরপুর উপজেলায় শিকারপুর ইউনিয়নের পুর্ব মুন্ডপাশা গ্রামে চাল কুমারের চারা চুরি করে নিয়ে যাওয়ায় প্রতিবাদ করার ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে মেরে গুরুতর আহত করে ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত নারী উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে।

 এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার শিকারপুর ইউনিয়নের পূর্ব মুন্ডপাশা গ্রামের মোঃ সালাম মৃধা স্ত্রী রিনা বেগম নিজ জমিতে কিছুদিন আগে চাল কুমারের চারা রোপন করে ।

 ২১ মে রবিবার সকালে একই বাড়ির ফয়সাল মৃধার স্তী লাখী বেগম রোপন কৃত চারা উঠিয়ে তার জমিতে রোপন করে। এনিয়ে প্রতিবাদ করায় দুপুরে  ক্ষিপ্ত হয়ে লাখী বেগম, ফয়সাল মৃধা, মুক্তা বেগম মিলে রিনা বেগমকে আশ্লীন ভাষায় গালিগালাজ ও মারধর করে  আহত করে। রিনা বেগমের স্বামী  বাবসায়ী মোঃ সালাম মৃধা ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ২ লক্ষ টাকা নিয়ে ঘরে যাবার সময় উঠান হামলার ঘটনা ঘটে এবং ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয় যায়। আহত রিনা বেগমকে পরিবারের লোকজন  উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের  ভর্তি করে। হামলার ঘটনায় আহত'র পুত্র মো: রাকিব মৃধা বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আহত'র স্বামী ছালাম মৃধা  জানান চাল কুমারের চারা চুরি করে নিয়ে যাওয়ায় প্রতিবাদ করায় আমার  স্ত্রী উপর হামলা করে ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে  এবং আমাদের সাথে  জমি জমা নিয়ে কোন বিরোধ নেই।

এমনকি হামলার ঘটনা ধামাচাপা দেয়ার জন্য উল্টো মিথ্যা নাটক সাজিয়ে ফয়সাল মৃধা তার কন্যাকে হাসপাতালে ভর্তি হয়েছে। অভিযুক্ত ফয়সাল মৃধা বিষয়টি এড়িয়ে যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এলাকার নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানিয়েছেন ফয়সাল মৃধার পরিবারের আতঙ্কে এলাকা বাসী। এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।