উদীচী বনার বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

উদীচী বনার বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

বরিশালে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিজয়ের ৫০ বছরে সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ ও বরিশাল নাটক। 

আজ শুক্রবার বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৫টায় শুরু হয়ে আলোচনা সভা, আবৃত্তি, গান ও নৃত্যসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

উদীচর সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয়ের সুবর্ণজয়ন্তীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশু সংগঠক ও শিক্ষাবিদ জীবন কৃষ্ণ দে, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমন্ডলীর সদস্য শুভঙ্কর চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য আজমল হোসনে লাবু, বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন  আকাশ, বরিশাল নাটকের সাধারণ সম্পাদক পার্থ সারথী বিশ্বাস, বাচিক শিল্পী মারিফ আহমেদ বাপ্পী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভবিষ্যত প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার লক্ষ্যে  যুদ্ধের সঠিক ইতিহাস জানানোর বিষয়ে আলোকপাত জরুরী বলে মনে করেন। ধর্ম এবং রাজনীতিকে ভিন্ন রেখে মুক্তিযোদ্ধের আদর্শকে অন্তরে ধারণা করে সকলে মিলে একত্রে দেশ পরিচালনা করার আহ্বান জানিয়েছে বক্তারা।

বক্তারা আরে বলেন, সবার উপর মানুষ সত্য এটা আমাদের ভেতরে ধারণ করতে হবে। সময় মাঝে মাঝে সুসময় হয় না। নিজের ভেতরের বোধবুদ্ধি শতভাগ সৎ হওয়া জরুরী, অনৈতিকতার সুযোগ না নিয়ে সব সময় হতে হবে সৎ এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তারা সকলকে আহ্বান জানান।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বরিশাল শাখা, সুর লহরী সংগীত বিদ্যালয়, উত্তরণ সাংস্কৃতিক সংগঠন ও উদীচী বরিশাল শাখার শিল্পীবৃন্দ। আবৃত্তি পরিবেশন করেন সংস্কৃতি ইউনিয়ন ও বরিশাল নাটক আবৃত্তি ক্লাসের শির্ক্ষীবৃন্দ। নাটক ‘মানুষ বৃত্তান্ত’ পরিবেশনা করেন  বরিশাল নাটকরে শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের সাধারণ সম্পাদক স্নেহাংশু বিশ্বাস।