করোনা চিকিৎসাসেবা বিনামূল্যে করে দিল নেপাল

করোনাভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা নাগরিকদের জন্য বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে নেপাল। আজ মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী ওলীর সহযোগী সুরিয়া থাপা এ তথ্য জানান। দেশটিতে করোনা সংক্রমণের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে।
গত সপ্তাহে নেপালের কমিউনিস্ট সরকারকে করোনা চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় দেশটির সুপ্রিম কোর্ট। আহ্বানে বলা হয়, যাদের সামর্থ আছে, তারা অর্থ ব্যয় করবে। যাদের নেই তাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য বলা হয়।
সুরিয়া থাপা জানান, সরকারি সব হাসপাতাল করোনা রোগীদের বিনামূলে সব ধরনের স্বাস্থ্যসেবা দেবে।
‘যারা ফাস্ট সার্ভিস এবং অর্থ পরিশোধ করে সেবা গ্রহণ করেত চায়, তারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারে,’ বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন তিনি।