কাবুল বিমানবন্দরে গোলাগুলি

কাবুল বিমানবন্দরে গোলাগুলিতে অন্তত ১ জন নিহত হয়েছেন। সোমবার বিমানবন্দরের উত্তর দিকের ফটকে এ গোলাগুলির ঘটনা ঘটে। জার্মান সামরিক বাহিনীর সদস্যদের উদ্ধৃত করে আল জাজিরা এ খবর জানিয়েছে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আফগান নিরাপত্তা রক্ষী ও পশ্চিমা বাহিনীর সদস্যদের মধ্যে এ গোলাগুলি হয়েছে। এতে একজন আফগান রক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন।
যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে হটিয়ে গত সপ্তাহে কাবুল দখল করে তালেবান। এর পর থেকেই বিমানবন্দরে দেশ ছাড়তে ইচ্ছুক আফগানরা ভিড় করতে থাকেন।