কারাগার থেকে সরকার উৎখাতের চক্রান্তের অভিযোগে সালমান এফ রহমান রিমান্ডে

কারাগার থেকে সরকার উৎখাতের চক্রান্তের অভিযোগে সালমান এফ রহমান রিমান্ডে

কারাগারে থেকেও অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত চালানোর অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে। আদালতে হাজিরার সময় তিনি শেখ হাসিনার বার্তা অনুযায়ী সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেন বলে জানা গেছে।

সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলায় সালমান এফ রহমানসহ আরও ৯ জনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে হাজির করা হয়। এজলাসে বিচারক উপস্থিত হওয়ার আগেই আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব নির্দেশনা দেন বলে অভিযোগ।

সালমান এফ রহমান ছাড়াও গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন—জুনাইদ আহমেদ পলক, আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আরিফ হাসান, ফারজানা রূপা, শাকিল আহমেদ ও আব্দুল মালেক।

সোমবার সকাল ৯টা ৫৭ মিনিট থেকে ১০টা ২২ মিনিট পর্যন্ত ধাপে ধাপে এই আসামিদের হাজির করা হয়। এ সময় সালমান এফ রহমান তার আইনজীবীদের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং তার কোম্পানির শ্রমিকদের বিষয়ে আলোচনা করেন।

সালমান এফ রহমান অভিযোগ করেন, “সরকার আমার ৪০ হাজার শ্রমিকের চাকরি খেয়েছে। কোম্পানি বন্ধ করার সিদ্ধান্ত আমি নেব, সরকার কেন নেবে?” তিনি আরও দাবি করেন, কারাগারে তার সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। ঠিকমতো খাবার দেওয়া হয় না এবং পরিবার বা আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ নেই।

আইনজীবীদের সঙ্গে আলাপচারিতায় সালমান এফ রহমান বলেন, “নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলুন।”

রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সালমান এফ রহমানকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।