কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে দুই রোগীর মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতাল চত্বরে স্বজনদের বিক্ষোভ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।
বুধবার সকালে এ ঘটনা ঘটে। শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলের ভারপ্রাপ্ত পরিচালক হেলিস রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মল্লিক ও জহিরুল ইসলাম নামে দুই রোগী হারনিয়া অপারেশনের জন্য ভর্তি হন। বুধবার সকালে সিনিয়র স্টাফ নার্স নাদিরা দুই রোগীকে অপারেশন থিয়েটারে না নিয়ে ওয়ার্ডে অ্যানেসথেসিয়া প্রয়োগ করেন। এ সময় অর্ধ ঘণ্টার মধ্যে তাদের জ্ঞান হারিয়ে মারা যান।
ঘটনার পরপরই অভিযুক্ত সিনিয়র নার্সকে প্রত্যাহার করা হয় এবং ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।