কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার নগরীর চৌয়ারা পুরাতন সড়কে স্ত্রীর সামনে জিল্লুর রহমান গোলাম জিলানী নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রাম থেকে স্ত্রীকে তারাপাইয়া স্কুলে পৌঁছে দিতে তিনি যাত্রা করেন। চৌয়ারা পুরাতন সড়কে অস্ত্রধারী মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা কুপিয়ে তাকে জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জিলানীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল ৯টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবলীগ নেতা জিলানী। গত সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেন জিলানী।

সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, যুবলীগ নেতা জিলানী হত্যায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।


ভোরের আলো/ভিঅ/১১/২০২০