কুয়াকাটার সিকদার রিসোর্ট এর ছয়তলা ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু

কুয়াকাটা পর্যটন কেন্দ্রের অভিজাত হোটেল সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলার ছয়তলা ভবনের ওপর থেকে পড়ে লি-চিং (৩২) নামে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে।
সে পাশ্ববর্তী বরগুনা জেলার তালতলী উপজেলায় কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। সোমবার শেষ বিকেলের দিকে এ ঘটেছে। ভবনের নিচ থেকে লি-চিং এর লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে, লি-চিং কুয়াকাটার সিকদার রিসোর্ট ভবনের উত্তর দিকের ভিলার ১০১১ নম্বর কক্ষে থাকতেন। সে গত বছরের নভেম্বর মাসে এ কক্ষে থাকার জন্য উঠেন। কুয়াকাটা থেকে তালতলীতে গিয়ে দাপ্তরিক কাজ করতেন লি-চিং।
লি- চিংয়ের পাসপোর্ট থেকে জানা গেছে, তাঁর বাড়ি চীনের বেইজিং শহরের হেইলংজিয়াং এলাকায়। তবে কি কারণ বা কেন সে এভাবে মারা গেল তা জানা যায়নি।
কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ আলী বলেন, সে ওই অভিজাত হোটেল সিকদার রিসোর্ট ওপর থেকে পড়েই মৃত্যুবরণ করেছে। তবে কি কারণে বা কেন সে মারা গেল এভাবে তা এখনই বলা যাচ্ছেনা। ইতিমধ্যে লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হবে।