গলাচিপায় মন্ত্রীপরিষদ সচিবকে ফুলেল শুভেচ্ছা

গলাচিপায় মন্ত্রীপরিষদ সচিবকে ফুলেল শুভেচ্ছা

 
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের পক্ষথেকে মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেনকে ফুলেল শুভেচছা প্রদান করা হয়েছে। 

মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ১৭-১৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বরিশাল ও পটুয়াখালী জেলা সফর কালে শনিবার পটুয়াখালী থেকে রাঙ্গাবালী উপজেলার উদ্দেশে যাত্রা বিরতিতে বেলা আড়াইটায় গলাচিপা ডাকবাংলো প্রাঙ্গণে উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল উপজেলা প্রশাসনের পক্ষে ফুলেল শুভেচছা প্রদান করেন। 

এসময় মন্ত্রীপরিষদ সচিবের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ সচিবের একান্ত সচিব কাজী শাহজাহান, উপসচিব মন্ত্রীপরিষদ বিভাগ মো. সাজ্জাদুল হাসান, পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ূন কবির, বরিশাল বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো. নজরুল ইসলাম, মন্ত্রীপরিষদ সচিবের দেহরক্ষী মো. মাজহারুল হক প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সকল সরকারি দপ্তরের প্রধানগণসহ গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। 

উল্লেখ্য, রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজে আশ্রয়ণ প্রকল্পের আওতায় মান্তা সম্প্রদায়ের জন্য বরাদ্দকৃত মুজিববর্ষের ঘর, সোনার চর ও চর হেয়ারের বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্প সরেজমিনে পরিদর্শন শেষে বরিশালের উদ্দেশে যাত্রা করবেন।