গার্মেন্টস বন্ধ রাখার অনুরোধ বিকেএমইএ সভাপতির

গার্মেন্টস বন্ধ রাখার অনুরোধ বিকেএমইএ সভাপতির

দেশের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে নারায়ণগঞ্জসহ সারাদেশের নিট সেক্টরের সকল কারখানা ২৬ মার্চ থেকে ৪ এপিল পর্যন্ত বন্ধ রাখতে মালিকদের প্রতি অনুরোধ রেখেছেন বিকেএমইএ এর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে গত কয়েকদিন ধরে তিনি শিল্প মালিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত গ্রহণ করার অনুরোধ করা হয়েছে।

সেই মোতাবেক (বুধবার ২৫ মার্চ) ঢাকায় প্লানার্স টাওয়ারে বিকেএমইএ এর ঢাকার কার্যালয় থেকে বিকেএমইএ সকল সদস্য প্রতিষ্ঠানকে করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ সার্বিক বিষয় ব্যাখা এবং কারখানাগুলো বন্ধ রাখার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।