গৌরনদীতে প্রতিবন্ধী যুবতী ধর্ষণের চেষ্টা, যুবক আটক

বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের এক শারীরিক প্রতিবন্ধী যুবতীকে (১৯) ধর্ষণের চেষ্টা করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সুমন গাজী (২৭) নামে এক যুবককে আটক করেছে।
গত মঙ্গলবার রাতে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হলে পুলিশ সুমন গাজীকে আটেক করে। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহারে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে শারীরিক প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে তার মা কাজের জন্য অন্যত্র যান। এ সুযোগে প্রতিবন্ধী যুবতীকে বাড়িতে একা পেয়ে সুমন গাজী জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় যুবতীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে সুমন পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতে যুবতীর মা বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন, ধর্ষন চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার রাতেই মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে সুমন গাজীকে আটক করে। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্ররণ করা হয়েছে।