জনগণের পাশে দাঁড়াতে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দৃষ্টিভঙ্গি

জনগণের পাশে দাঁড়াতে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দৃষ্টিভঙ্গি

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবাই মূল লক্ষ্য, শাসন নয়। তিনি বলেন, উন্নয়নমূলক কাজের নেতৃত্ব দিতে সরকার জনগণের পাশে থাকবে। রোববার রাজধানীর ডেমরায় বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অডিটোরিয়ামে ‘১৩৮তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স-২০২৪-২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে এবং জনগণের দারিদ্র্য বিমোচন, উন্নয়ন ও কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, এটি একটি ঐতিহ্যবাহী প্রশিক্ষণ যেখানে শুধু তত্ত্ব নয়, কাজের মাধ্যমে শিখতে হবে। প্রতিটি প্রশিক্ষণ মানুষের জন্য ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. মাহমুদ হাসান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সৈয়দ রবিউল ইসলাম। এছাড়াও ভূমি মন্ত্রণালয় ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।