জন্মাষ্টমী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

শুভ জন্মাষ্টমী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৯ আগস্ট বিকেল ৫টায় কেন্দ্রীয় মন্দির কমিটির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো. ছাদেকুল আরেফিন।
বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দিন। মন্দির কমিটির আহ্বায়ক সুজন চন্দ্র পালের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন চৌধুরি, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, কেন্দ্রীয় মন্দির কমিটির সদস্য হেনা রানি বিশ্বাস, সদস্য ড. সুব্রত কুমার দাস এবং ইংরেজী বিভাগের শিক্ষার্থী দেব প্রসাদ দাস। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।