জীবনানন্দের শহর ও জন্মভূমি দেখতে বরিশালে পশ্চিমবঙ্গের ৪ জন খ্যাতিমান কবি

জীবনানন্দের শহর বরিশালে পশ্চিমবঙ্গ এবং ঢাকার কয়েকজন বিশিষ্ট কবি ঘুরে দেখতে এসেছিলেন ।
জীবনানন্দের বাড়ি, শৈশবের স্মৃতি বিজড়িত ব্রজমোহন বিদ্যালয়, শিক্ষকতা জীবনের স্মৃতি বিজড়িত ব্রজমোহন কলেজের ইংরেজি বিভাগ সহ বরিশাল শহরকে ঘুরে দেখেন তারা।
মঙ্গলবার ২ আগস্ট সন্ধ্যায় প্রগতি লেখক সংঘ এবং জাতীয় কবিতা পরিষদের আয়োজনে শহরের অমৃত লাল দে মহাবিদ্যালয়ে এক সাহিত্য আড্ডায় মিলিত হয় তারা।
বরিশাল, ঢাকা এবং পশ্চিমবঙ্গের কবি সাহিত্যিকদের এ আড্ডায় উঠে আসে বাঙালি সংস্কৃতি, বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্যে বাংলার ভূমিকা ইত্যাদি বিষয়। ছড়াকার দীপংকর চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত এ আড্ডায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের কবি বরুণ চক্রবর্তী, কবি বিধানেন্দু পুরকাইত, কবি দিলীপ কুমার প্রামাণিক, ঢাকা থেকে এসেছেন কবি অর্ণব আশিক, কবি আরিফ নজরুল। কবি অপূর্ব গৌতমের সঞ্চালনায় দীর্ঘ এ আড্ডায় ছড়াকার তপংকর চক্রবর্তী, কবি নজমুল হোসেন আকাশ, অধ্যক্ষ বিমল চক্রবর্তী, লেখক টুনু রানী কর্মকার, কবি অমিতা ঘোষ, কবি আব্দুর রহমান, প্রফেসর অলোকা সরকার কেয়া, ছড়াকার শুভংকর চক্রবর্তী, কবি জামাল আজাদ, নাট্যকর্মী বাসুদেব ঘোষ, বাচিক শিল্পী সুজয় সেন, প্রগতি লেখক সংঘ, বরিশালের সাধারণ সম্পাদক শোভন কর্মকার কৃষ্ণ সহ আরও বেশ কয়েকজন কবি সাহিত্যিক অংশগ্রহণ করেন।
এপাড়া বাংলা ওপাড় বাংলা নয় বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে হবে বাঙালিকেই। এ লক্ষে বাংলা ভাষাভাসি সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয় আড্ডাতে।