জ্যাকুলিন-নোরাসহ প্রতারণা মামলায় আরও ৫ নায়িকা

জ্যাকুলিন-নোরাসহ প্রতারণা মামলায় আরও ৫ নায়িকা

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই নায়িকারা সত্যিই প্রতারণা মামলার মূল অভিযুক্ত সুকেশের আসল পরিচয় জানতেন কি না এবং তারা কেন তার কাছ থেকে উপহার নিয়েছিলেন, সে বিষয়ে তদন্ত করা হবে।

বহুল আলোচিত ২০০ কোটি রুপি প্রতারণা মামলায় মূল অভিযুক্ত সুকেশের সঙ্গে জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহি বাদেও বেশ কয়েকজন নায়িকার যোগাযোগ ছিল বলে জানিয়েছিল ভারতের অর্থনৈতিক তদন্তে গঠিত গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সুকেশকে জিজ্ঞাসাবাদের পর আরও পাঁচজনের একটি তালিকা তৈরি করেছে সংস্থাটি। এই নায়িকাদের মধ্যে কেউ সুকেশের কাছ থেকে বহুমূল্যের উপহার পেয়েছেন। আবার অনেকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।

এখনো তাদের নাম জানা না গেলেও ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খুব শিগগিরই সেই পাঁচ নায়িকাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। আপাতত এই প্রতারণা মামলায় তাদের সাক্ষী হিসেব গণ্য করা হচ্ছে।

সেই প্রতিবেদনে বলা হয়েছে, এই নায়িকারা সত্যিই সুকেশের আসল পরিচয় জানতেন কি না এবং তারা কেন তার কাছ থেকে উপহার নিয়েছিলেন, সে বিষয়ে তদন্ত করা হবে।

জ্যাকুলিন-নোরা বাদেও প্রতারণা মামলায় আরও ৫ নায়িকা
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত
এর আগে ইডির তদন্তে জানা গেছে, জ্যাকুলিনকে দেয়া উপহারের তালিকায় রয়েছে গয়না, পাঁচটি ব্যাগ, ঘড়ি, চিনামাটির পাত্র, চারটি পার্সিয়ান বিড়াল (এর মধ্যে একটির মূল্য ৯ লাখ রুপি) এবং ৫২ লাখ রুপি মূল্যের ঘোড়া।

এ ছাড়া জ্যাকুলিনের বোনকে বিএমডব্লিউ ও তার মাকে প্রায় দেড় কোটি রুপি মূল্যের একটি গাড়িসহ অভিনেত্রীকে মোট ১০ কোটি রুপির উপহার দিয়েছেন সুকেশ।

ইডি জানিয়েছিল, অভিযুক্ত সুকেশ নোরাকে কোটি রুপি মূল্যের একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছিলেন।

এ ছাড়া সংস্থাটিকে নোরা জানিয়েছিল, সুকেশের স্ত্রী লিনা মারিয়া পল তাকে দামি ব্যাগ ও একটি আইফোন উপহার দিয়েছিলেন।