জয় পেল বাংলাদেশ

জয় পেল বাংলাদেশ

মেহেদী হাসান মিরাজের বোলিং ঘূর্ণিতে সহজ পথের এগিয়ে চলা বাংলাদেশকে এক রকম কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আট নম্বরে ব্যাট করতে নেমে খেললেন ৭৪ রানের অসাধারন এক ইনিংস। তবে দলকে জয় উপহার দিতে পারেননি তিনি। সময়মতো তাকে ফেরাতে পেরেছিলেন সাইফউদ্দিন। সুবাদে বাংলাদেশ হেসেছে জয়ের হাসি।

রবিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারায় বাংলাদেশ। ২৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে সফরকারীদের ইনিংস থামে ২২৪ রানে।

সব ফরম্যাট মিলে ১০ ম্যাচ পর জিতল বাংলাদেশ।

এর আগে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে লড়াই করার মতো পুঁজি গড়ে বাংলাদেশ। টপ অর্ডারে লিটন দাস (০) ও সাকিব আল হাসান (১৫) ব্যর্থ হলেও অধিনায়ক তামিম দলকে ভালো ভিত এনে দেন। বাঁহাতি ওপেনার তৃতীয় উইকেট জুটিতে মুশফিকুর রহিমের সঙ্গে যোগ করেন ৫৬ রান।

তামিমকে ফিরিয়ে ধনঞ্জয়া ডি সিলভা সেই জুটি ভাঙেন। ৭০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন তামিম। পরের বলেই ফিরে যান মোহাম্মদ মিঠুন (০)। তাতে ৯৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ১০৯ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম। মুশফিক ৮৭ বলে ৪ চার ও ১ ছক্কায় করেন ৮৪ রান। মাহমুদউল্লাহ ৭৬ বলে ২ চার ও ১ ছক্কায় ৫৪ ইনিংস খেলেন। পরে আফিফ হোসেনের অপরাজিত ২৭ ও সাইফউদ্দিনের অপরাজিত ১৩ রানে আড়াইশ পেরোয় বাংলাদেশ। লঙ্কানদের পক্ষে ধনঞ্জয়া ডি সিলভা সর্বাধিক ৩ উইকেট নেন।