ট্রাম্পের আমন্ত্রণেই মার্কিন ক্যাপিটল ভবনে হামলা

মার্কিন ক্যাপিটল ভবনে হামলায় অংশ নেওয়া ২০ বছর বয়সী ইমানুয়েল জ্যাকসন নামের এক ব্যক্তিকে ধাতব ব্যাট হাতে পুলিশকে আক্রমণ করতে দেখা যায় ভিডিওতে। তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পকে দোষারোপ করে জানান, সে (ট্রাম্প) আমাদের আমন্ত্রণ জানিয়েছিল। মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আক্রমণের অভিযোগে অভিযুক্ত ওই ব্যক্তি ট্রাম্পের বক্তব্যকে উল্লেখ করে জানায়, ক্যাপিটলে আক্রমণের আগে প্রেসিডেন্ট “চুরি থামাও” বলে আহ্বান জানিয়েছিল।
অভিযুক্ত জ্যাকসনের আইনজীবী ব্রাণ্ডি হারডেন ২২ জানুরারি কোর্টে লিখিত বলেন, ‘স্টপ দ্যা স্টিল’ বা ‘চুরি থামাও’ নামে র্যালি চলাকালে প্রেসিডেন্টের বক্তব্য ওই হামলায় স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে।
এসময় হারডেন আরও বলেন জ্যাকসনে মুক্ত করে দেওয়া উচিত। যদিও পরে বিচারক আইনজীবীর সে অনুরোধ প্রত্যাখ্যান করেন।
দাঙ্গা-হাঙ্গামার ওই অভিযোগে গ্রেফতার ১৭০ জনের মধ্যে ছয়জন ট্রাম্পের উপর দোষারোপ করে নিজেদের বাঁচাতে চেষ্টা করেছেন।
৬ জানুয়ারি ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনায় ৫ জনের মৃত্যু ও অনেক সম্পত্তি নষ্ট হওয়ার পরে এসব হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ।
ভোরের আলো/ভিঅ/০৩/০২/২০২১