ট্রেনের ১১১টি টিকেটসহ ৪ জন গ্রেপ্তার

ট্রেনের ১১১টি টিকেটসহ ৪ জন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর ট্রেনের ১১১টি টিকেটসহ ৪ টিকেট চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পর সদস্যরা। 

এরা হলো মোঃ মিলন মিয়া (৫২), মোঃ মজিবুর রহমান (৫০), মোঃ স্বপন খলিফা (৩৫), মোঃ পারভেজ (২২), তাদের দেহ তল্লাশি করে ট্রেনের ১১১ টি টিকেট উদ্ধার করা হয়। এসময় নগদ ৮হাজার ৫শত টাকাও উদ্ধার করা হয়। জব্দকরা টিকেটের মূল্য ২৩ হাজার ৫০০ টাকা। 

গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে ভৈরব র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান চালায়। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম রেলওয়ে জেলার আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের হবে বলে জানান র‌্যাবের সংশ্লিষ্টরা। 


ভোরের আলো/ভিঅ/২০/২০২০