ডিডাব্লিউএফ নার্সিং কলেজে নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ডিডাব্লিউএফ নার্সিং কলেজে নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দেশের অন্যতম স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান ডিডাব্লিউএফ নার্সিং কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের শিরাবরণ, প্রতীক ধারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ডিডাব্লিউএফ গ্রুপের আনোয়ারা বেগম নাসির্ং কলেজ এবং আইসিএআইবি নাসির্ং ইনস্টিটিউট-এর শিক্ষার্থীদেরও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১ এপ্রিল বিকেল ৩টায় নগরের সি এ- বি রোডের তন্ময় কমিউনিটি সেন্টারে তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল ওই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ডিডাব্লিউএফ গ্রুপের চেয়ারম্যান, স্বাস্থ্য-শিক্ষা বিভাগ ও নার্সিং সেক্টরের অন্যতম উদ্যোক্তা অধ্যাপক মো. জহিরুল ইসলাম, জহির-মেহেরুন নাসির্ং কলেজের চেয়ারম্যান মেহেরুন্নেছা, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সেবা তত্তাবধায়ক মোসাম্মৎ পারুল নাহার।

ডিডাব্লিউএফ নাসির্ং কলেজের উপাধ্যক্ষ বাসন্তী রানীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিরাবরণ, প্রতীক ধারণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এনএসডিআইর পরিচালক প্রকৌশলী এসএম কামরুজ্জামান, রাজধানী নাসির্ং কলেজের অধ্যাপক হরিদাস অধিকারী, আনোয়ারা বেগম নার্সিং কলেজের অধ্যক্ষ মমতাজ বেগম, উপাধ্যক্ষ নাসিমা বেগম, ইস্টার্ন নাসির্ং ইনস্টিটিউটের অধ্যক্ষ সেলিনা আক্তার, আইসিএআইবি নাসির্ং ইনস্টিটিউটের অধ্যক্ষ মমতাজ পারভীন, ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক (এডমিন) নাজমুল আহসান, একাডেমিক পরিচালক সুদীপ কুমার নাথসহ তিন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

নবীন বরণ, শিরাবরণ, প্রতীক ধারণ অনুষ্ঠানের পর প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আবৃত্তি, সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা।