ডিডাব্লিউএফ নার্সিং কলেজের স্থাপনা ও প্রস্তাবিত বৃদ্ধাশ্রম ভাঙচুর

ডিডাব্লিউএফ নার্সিং কলেজের স্থাপনা ও প্রস্তাবিত বৃদ্ধাশ্রম ভাঙচুর
ডিডাব্লিউএফ নার্সিং কলেজের নির্মাণ করা ভবন এবং প্রস্তাবিত বৃদ্ধাশ্রমের স্থাপনা ভাঙচুর করেছে দুবৃত্তরা। বরিশাল বিশ^বিদ্যালয় এলাকায় ডিডাব্লিউএফ নাসিং কলেজ ক্যাম্পাসের কয়েকটি কক্ষে ভাঙচুর চালানো হয়। একই সঙ্গে ভবনের বাইরে হাত, পাতা ও টেবিলের মতো সৌন্দর্যবধর্ন স্থাপনাগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে বরিশাল বিশ^বিদ্যালয় এলাকায় চর আইচা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লিটনের নেতৃত্বে ওই স্থাপনা ভাঙচুর করা হয়। এসময় লিটনের সঙ্গে ছিলেন মো. রানা, মো. হেলাল, মো. জাকির, মো. টিটু, মো. শাহজাদা। ডিডাব্লিউএফ নার্সিং কলেজের নিরাপত্তা রক্ষী মো. সবুজ জানানয়, দুপুর দেটার দিকে তার সামনেই ডিডাব্লিউএফ-এর ওই ক্যাম্পানে গিয়ে লিটন মেম্বরের নেতৃত্বে দুটি ভবনের তালা ভেঙে ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। ভবনের সামনে খোলা যায়গায় শিক্ষার্থী এবং সাধারণ মানুষদের বসার জন্য তিনটি নান্দনিক ও প্রকৃতিক পাতা, গাছের আদল তৈরি করা স্থাপনাগুলোও ভেঙে ফেলা হয়েছে। এদিকে বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানকে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিক বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বন্দর থানার উপপুলিশ পরিদর্শক মো. সামছুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছেন বলে জানান। এব্যাপারে বন্দর থানায় মামলা দায়ের করতে গেলে মালা নেওয়া নিয়ে টালবাহানার অভিযোগ ওঠে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে। ডিডাব্লিউএফ নার্সিং কলেজ সূত্র জানায়, গত ৭ বছর আগে ঢাকা বিশ^বিদ্যালয়ের অধিভূক্ত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের জন্য বরিশাল বিশ^বিদ্যালয়ের সামনে সাড়ে ১৩ শতাংশ জমি ক্রয় করা হয়। আগে থেকেই সেখানে চার দিকে সীমানা প্রাচীর করা ছিল। ঢাকা বিশ^বিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে কলেজ স্থানান্তরের নির্দেশ দিলে দ্রুত ওই জায়গায় স্থাপনা নির্মাণ কাজ শুরু করা হয়। প্রাথমিকভাবে পূব এবং উত্তর দিকে দুইটি একতলা ভবন নির্মাণ করা হয়েছে। বহুতল ভবনের জন্য নকশা অনমোদনের কাজ চলছে। ওই ভবনের একটিতে হাসপাতালের কার্যক্রম শুরুর কথা ছিল। বতুহল ভবন নির্মাণ হলে একাডেমিক কার্যক্রমও ওখানে শুরুর পরিকল্পনা নেওয়া হয়। ক্যাম্পাসের অন্যটি ভবনে অসহায়দের জন্য একটি বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু গতকাল সেখানে দুবৃত্তরা ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে। ডিডাব্লিউএফ গ্রুপের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম বলেন, ‘আমি কলেজের জন্য এবং বৃদ্ধাশ্রম করার জন্য অনেক আগে জায়গা কিনেছি। সেখানে স্থাপনা নির্মাণ করা হয়েছে। সেই স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। ঢাকা বিশ^বিদ্যালয়ের নামে ডিডাব্লিউএফ নার্সিং কলেজ গত ১০ বছর ধরে পরিচালনা করে আাসছি। এখন স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করার চেষ্টা করছিলাম। একই সঙ্গে ওখানে একটি ব্দ্ধৃাশ্রম করারও উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল দুবৃত্তরা কক্ষে ভাঙচুর চালিয়েছে। গুড়িয়ে দেওয়া হয়েছে সামনের সৌন্দর্যবধন স্থাপনাগুলো।’ অভিযোগ উঠেছে বন্দর থানার ভারপাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল মামলা নিতে গরিমসি করছেন। তিনি আদালতে গিয়ে মামলার পরামর্শ দিয়েছেন। দুপুর থকে রাত পৌনে ১০টা পর্যন্ত তিনি মামলা গ্রহণ করেননি। পরে পুলিশ কমিশনারকের জানানোর কথা বললে রাত ১০টার দিকে এজাহার হিসেবে রেকর্ড করেন। মামলা নম্বর-৬/২০১৯ এব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিষয়টি আমাদের জানিয়েছেন। মামলা নেওয়া হবে না সেকথা আমি বলিনি। আমি বর্তমানের থানার বাইরে আছি। মামলা নেওয়ার জন্য বলে দিচ্ছি।