ঢাকা রিজেন্সি হোটেলের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজধানীর রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন আহমেদ ও তার স্ত্রী জেবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে দুদকের উপ-পরিচালক মেফতাহুল জান্নাত দেশের বাইরে যেতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানিতে দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর অংশ নেন।
দুদকের আবেদনটি আদালত অনুমোদন দিলে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
দুদকের আবেদনপত্রে উল্লেখ করা হয়, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মুসলেহ উদ্দিন এবং তার স্ত্রী জেবুন্নেছার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। তাদের বিরুদ্ধে বিশ্বস্ত সূত্রে গোপন খবর রয়েছে, তারা বিদেশে পালানোর চেষ্টা করছেন।
এই পদক্ষেপের মাধ্যমে তারা দেশ ত্যাগ করলে তদন্ত কার্যক্রম বিঘ্নিত হবে এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপন হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তাদের বিদেশে যাওয়ার উপর আদালতের নির্দেশ প্রয়োজন ছিল।