দুই বছরের চুক্তিতে আইসিসির সাবেক কিউরেটর বিসিবিতে

নতুন কিউরেটর নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দায়িত্ব নিতে সোমবার বাংলাদেশে এসেছেন টনি হেমিং। এই অস্ট্রেলিয়ানের আইসিসির কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে। বিসিবিতে আপাতত দুই বছরের চুক্তিতে কাজ করবেন তিনি।
ধারণা করা হচ্ছে, হেমিংকে পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের গ্রাউন্ড এবং উইকেটের দায়িত্ব দেওয়া হবে।
টনি হেমিং আইসিসি ক্রিকেট একাডেমি, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে কাজ করেছেন। এছাড়া পার্থের ওয়াকা ক্রিকেট গ্রাউন্ডের সয়েল অ্যাডভাইজার ও কনসালটেন্টের দায়িত্বেও ছিলেন।
বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি আইসিসির কিউরেটর হিসেবে ওমান ক্রিকেট একাডেমির পিচ কানসালটেন্ট হিসেবে কাজ করেছেন। তাছাড়া ক্রিকেটের বাইরে পার্থের অপটাস স্টেডিয়াম এবং সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়ামের এরিয়া ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয়, আইপিএল ও পিএসএলের মতো বড় বড় ঘরোয়া ক্রিকেট আসরেও কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। গত বছর যুক্ত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গেও।