পবিত্র ঈদুল আজহার আগেই নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজ্যুমারস সোসাইটি (সিসিএস)’র পক্ষে বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন আইনজীবী মো. আব্দুল মোমিন।
রিটে পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এবং সিন্ডিকেটের মাধ্যমে যারা এসব পণ্যের দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ চাওয়া হয়েছে।
কার্যতালিকায় এলে হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানান আইনজীবী। রিটে খাদ্য সচিব, বাণিজ্যসচিব, স্থানীয় সরকার সচিব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
এর আগে গত ১৮ জুলাই এ বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য নির্ধারণ করে তা ঘোষণার দাবি জানানো হয়।
এ ছাড়া মূল্য নির্ধারণ ও তা ঘোষণা করা না হলে এর কারণ জানতে চাওয়া হয়। নোটিশে বলা হয়, ঈদকে সামনে রেখে সম্প্রতি অনৈতিক ও অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের মূল বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে পেঁয়াজের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও এর মূল্য দ্বিগুণ বেড়েছে। নোটিশের জবাব না পাওয়ায় এ রিট আবেদনটি করা হয়।
কিছুদিন আগে ২৫ থেকে ৩০ টাকার পেঁয়াজ রাজধানীসহ সারা দেশে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হয়েছে। এখন পেঁয়াজের দাম কিছুটা কমলেও চাল, কাচা মরিচ, আদা, রসুনসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম বাড়তির দিকে রয়েছে