নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে বিজিবির মামলা

নেত্রকোনায় সাংবাদিকের বিরুদ্ধে বিজিবির মামলা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ইয়াসিন মিয়া নামে এক সাংবাদিকের নামে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

তবে অভিযোগ অস্বীকার করে ইয়াসিন বলেছেন, নিজেরদের অপকর্ম ধামাচাপা দিতে আমার নামে মামলা করেছে বিজিবি।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান সোমবার এ মামলার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার কলমাকান্দার লেংগুড়া বিওপির হাবিলদার মিনহাজ উদ্দিন বাদী হয়ে কলমাকান্দা থানায় সাংবাদিক ইয়াসিন মিয়াকে প্রধান আসামি করে আরো চারজনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। 

ইয়াসিন কলমাকান্দা উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত. ইসলাম উদ্দিনের ছেলে। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি।

মামলার অন্য আসামিরা হলেন, কলমাকান্দার গৌরিপুর গ্রামের ইসমাইল (৩৫), তারানগর গ্রামের মো. সোহান মিয়া (২৮), লেংগুড়া গ্রামের মো. সুমন মিয়া (২৫) ও কালাপানি গ্রামের মো. মঞ্জুরুল ইসলাম (৩০)।

মামলার অভিযোগে বলা হয়, গত শনিবার দুপুরে বিজিবি সদস্যদের দেখে এক লোক দুই বস্তা সুপারি ফেলে পাশের বাড়ির-ঘরের দিকে পালিয়ে যায়। সেই লোককে ধরতে গেলে ইয়াসিনসহ অন্য আসামিরা বিজিবিকে বাধা দেয় গালাগাল করে। এমনকি সুপারি জব্দ করতে গেলেও তারা বাধা দেয়। একপর্যায়ে এক বিজিবি সদস্যের গায়ে হাত তুলে ও আগ্নেয়াস্ত্র ধরে টানাটানি করে। 

সাংবাদিক ইয়াসিন বলেন, বিজিবি সদস্যরা গ্রামে গিয়ে সাধারণ মানুষকে মারধর শুরু করে। আমি এসবের ভিডিও করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে উঠে মোবাইল ফোন কেড়ে নেয়। একপর্যায়ে আমাকে গুলি করার হুমকি দেয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে তারা আমার মোবাইল ফোন ফেরত  দেয়। 

সাংবাদিক ইয়াসিন আরো বলেন, সন্ধ্যায় জনপ্রতিনিধিদের নিয়ে বিজিবির সাথে বিষয়টি মিমাংসা হয়। কিন্তু রাত সাড়ে ১২টার দিকে থানায় মামলা করেছে বিজিবি। নিজেদের অপকর্ম ঢাকতেই মূলত এই মামলা।কলামাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।