পটুয়াখালিতে আশ্রয়ণ প্রকল্প-২ কাজের উদ্বোধন

পটুয়াখালিতে আশ্রয়ণ প্রকল্প-২ কাজের উদ্বোধন

পটুয়াখালীর দুমকিতে মুজিব বর্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প -২ কাজের উদ্বোধন করা হয়।

দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুরাদিয়া নদীর পশ্চিম পাড়ে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টায়‌ প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন উক্ত কাজের  উদ্বোধন করেন।

এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মোঃ ওবায়দুর রহমান,  দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন মাসুদ, সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ  আল ইমরান, উপজেলা ভূমি কর্মকর্তা হোসনেয়ারা, এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃ নাজিম উদ্দিন, পিআইও রাজিব বিশ্বাস, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম,মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার প্রমূখসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্হানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।