পটুয়াখালীতে প্রাণি ও মানব স্বাস্থ্যঝুঁকি হ্রাসে বৈজ্ঞানিক কর্মশালা

পটুয়াখালীতে প্রাণি ও মানব স্বাস্থ্যঝুঁকি হ্রাসে বৈজ্ঞানিক কর্মশালা

 

পটুয়াখালীতে এক্মি ও ইউএসআইডি এর সহযোগিতায় ফিড দি ফিউচার বাংলাদেশ লাইভস্টক অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি, এসিডিআই/ভোকা-এর উদ্যোগে “প্রাণি ও মানব স্বাস্থ্যঝুঁকি হ্রাসে ওয়ান হেলথ ধারণা অনুযায়ী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর সমাধান প্রচার” শীর্ষক  বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১২ অক্টোবর বেলা ১২টায় জেলা সদরে অবস্থিত  একটি অভিজাত হোটেলে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ৩০ জন ভেটেরিনারিয়ানদের উপস্থিতিতে দিনব্যাপী এই বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ মোঃ আব্দুস সবুর। সম্মানিত প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা: শেখ আজিজুর রহমান। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এক্মি’র মার্কেটিং ও সেলস সমন্বয়ক-ভেটেরিনারি রাশিদুর রহমান রনজু।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন  এক্মি’র সিনিয়র জিএম বিক্রয় মোঃ আবু জাফর মহিউদ্দিন, এসিডিআই/ভোকার সংশ্লিষ্ট এলাকা প্রতিনিধি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এই প্রশিক্ষণ কর্মশালায় গবাদি পশুতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হ্রাস করার পাশপাশি ওয়ান হেলথ ধারণা বাস্তবায়নের মাধ্যমে মানুষ ও প্রাণির স্বাস্থ্য ঝুঁকি হ্রাস এবং মানসম্পন্ন নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। যার সরাসরি উপকারভোগী হবেন গবাদি পশুর খামারী, ভোক্তাবৃন্দ ও দেশের সার্বিক পরিবেশ।