পাকিস্তানের অভ্যন্তরে গুপ্তহত্যায় ভারতের ‘র’ জড়িত

পাকিস্তানের অভ্যন্তরে গুপ্তহত্যায় ভারতের ‘র’ জড়িত

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) পাকিস্তানের অভ্যন্তরে গুপ্তহত্যা অভিযান পরিচালনা করেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১ সাল থেকে পাকিস্তানের মাটিতে ভারতীয় এজেন্টরা অন্তত অর্ধডজন হত্যাকাণ্ড সংঘটিত করেছে। এর মধ্যে ২০২৩ সালে পাকিস্তানে দুই নাগরিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়, যাদের মৃত্যুর পেছনে ভারতীয় এজেন্টদের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে ইসলামাবাদ।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, কাজী শহিদ লতিফ ও মুহাম্মদ রিয়াজের হত্যায় প্রমাণ রয়েছে। যদিও ভারত এ অভিযোগ মিথ্যা এবং প্রোপাগান্ডা বলে প্রত্যাখ্যান করে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এসব হত্যাকাণ্ডে ভারতীয় নাগরিকরা সরাসরি অংশগ্রহণ না করলেও অপরাধী চক্রকে ব্যবহার করা হয়েছিল।

এছাড়া, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করতে ভারতের গোয়েন্দা সংস্থা র-এর এজেন্টরা বিরোধী দলীয় নেতাদের ঘুষ দেওয়ার চেষ্টা করেছে। ওয়াশিংটন পোস্ট বলছে, ‘ডেমোক্র্যাটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ’ নামে একটি নথিতে উল্লেখ রয়েছে, ৪০ জন সংসদ সদস্যকে ঘুষ দিয়ে অভিশংসন প্রস্তাব আনার পরিকল্পনা হয়েছিল।

এদিকে, পাকিস্তানের ঘটনাগুলো ছাড়াও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও ভারতীয় গোয়েন্দা সংস্থাকে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজার হত্যার জন্য দায়ী করেন। নিজারকে ভারত "মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী" হিসেবে চিহ্নিত করেছিল।

এইসব ঘটনা ভারত-পাকিস্তান, মালদ্বীপ, এবং কানাডার সঙ্গে ভারতের সম্পর্ককে নতুন সংকটে ফেলে দিয়েছে।