পিরোজপুরে সুতা কারখানায় আগুন লেগে পুড়ে ছাই

পিরোজপুরের বিসিক শিল্পনগরীতে অগ্নিকাণ্ডে শারমিন রোপ ফ্যাক্টরি নামে একটি সুতার কারখানায় আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকাবাসী জানায়, রাতে হঠাৎ করে বিসিক শিল্প নগরীর শারমিন রোপ ফ্যাক্টরিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার রাত ১২টার দিকে জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার মিয়ার হাট বন্দরের কৌড়িখাড়া এলাকায় বিসিক শিল্প নগরীতে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কারখানাটির মালিক মো. শাহ আলমের।
এ সময় কারখানায় উৎপাদন করে রাখা প্রায় কোটি টাকার সুতা আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
কারখানার ব্যবস্থাপক মো. তোতা মিয়া বলেন, ফ্যাক্টরিতে পাটজাত, নায়লন, প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের তৈরি দড়ি তৈরি করে রাখা ছিল । যা কাতার, মালয়েশিয়া নেপাল, ভারত, চীনসহ বিশ্বের প্রায় নয়টি দেশে রপ্তানি করা হতো।
আগুনে প্রায় সোয়া কোটি টাকার পণ্য পুড়ে গেছে। এ দিকে ঘটনার পর রাতেই নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশাররফ হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবিদ আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নেছারাবাদ (স্বরুপকাঠী) ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আরিফুজ্জামান শেখ বলেন, কৌড়িখাড়া বিসিক শিল্পনগরীতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতে সেখানে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেই, প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।
ভোরের আলো/ভিঅ/১৫/২০২০