পুতিন ইউক্রেনকে ধ্বংস করতে চান: অ্যানালেনা
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক বলেছেন, ইউক্রেনে যুদ্ধ থামাতে ইইউ (ইউরোপীয় ইউনিয়ন) সকল কিছু করেছে। কিন্তু পুতিনের মনে ইউক্রেনকে ধ্বংস করা ছাড়া কিছুই নেই।
পর্তুগালের রাজধানী লিসবনে এক সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।
অ্যানালেনা বেয়ারবক বলেন, ইউক্রেনে সমরাস্ত্র সহযোগিতা চলমান রাখা উচিত। এতে তারা নিজেদের দেশ ও জনগণকে প্রতিরোধ করতে সক্ষম হবে।
এদিকে আগামী ৩ ফেব্রুয়ারি কিয়েভে অনুষ্ঠিত হবে ইইউ–ইউক্রেন সম্মেলন। সম্মেলনে ইউক্রেন যুদ্ধে আর্থিক ও সামরিক সহায়তার বিষয় নিয়ে আলোচনা করবে ইউরোপের দেশগুলো।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েনের সঙ্গে ফোনে কথা বলে সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন জেলেনস্কি।