প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ৩০ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে বরিশাল সিটি করপোরেশন

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ৩০ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে বরিশাল সিটি করপোরেশন

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে অসহায়-দুঃস্থ ও অসুস্থ আড়াইশ’ মানুষকে ৩০ লাখ টাকার আর্থিক অনুদান দেয়া হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় নগর ভবন চত্ত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে অনুদানের চেক তুলে দেন সিটি মেয়র সেরনিয়াবত সাদিক আবদুল্লাহ।

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১ নম্বর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু,  নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বনি¤œ ৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা করে মোট আড়াইশ’ জনকে ৩০ লাখ টাকার আর্থিক অনুদান দেয়া হয়েছে। আগামীতেও এই সহায়তা অব্যাহত থাকবে।