ফ্যাশন হাউস বিশ্বরঙের শারদ সাজে বিজয়ী বরিশালের কুন্তল

ফ্যাশন হাউস বিশ্বরঙের শারদ সাজে ২০২২ প্রতিযোগীতায় বিজয়ী বরিশালের কুন্তল মল্লিক। প্রথমবার শারদ সাজে বিশ্বরঙের দাদা-দিদি প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে র্যাম্পে হেটে বিজয়ী হয়ে চমক দেখালেন শিশুশিল্পী বরিশালের সন্তান কুন্তল মল্লিক।
কুন্তল বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন প্রাইমারী স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র বাসা নতুন বাজার এলাকায়।
কুন্তলের মা বেসরকারি চাকরিজীবি কনিকা মল্লিকের উৎসাহে ১৬ সেপ্টেম্বর ঢাকা যমুনা ফিউচার পার্কে অডিশন রাউন্ডে অংশগ্রহন করে গ্রান্ডফিনালেতে টিকে যায় এরপর কয়েকধাপে গ্রুমিং হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজন করা হয়েছিল সপ্তম বারের মতো ‘শারদ সাজে বিশ্বরঙের দিদি এবং দাদা ২০২২’ প্রতিযোগিতার। প্রতিযোগিতায় গ্র্যান্ড ফিনালে, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানট গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) যমুনা ফিউচার পার্কের ওয়েস্ট কোর্টে আয়োজন করা হয়। মডেলদের ক্যাটওয়াক, প্রতিযোগীদের ফ্যাশন শো, গান, নৃত্য, জনপ্রিয় সেলিব্রেটিদের প্রাণবন্ত আড্ডা আর পারফরম্যান্স, শ্বাসরুদ্ধকর উত্তেজনায় ভরা প্রতিযোগিতার নানান পর্ব নিয়ে সাজানো হয়েছিল এ আয়োজন।
প্রায় ১০ হাজার প্রতিযোগী থেকে ৫০০ জনকে প্রাথমিক ভাবে বাছাই করা হয়, এদের মধ্য থেকে ২০০ জনকে গ্রুমিং করিয়ে সেখান থেকে বিভিন্ন ভাবে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সবশেষ নির্বাচিত হন ১০ জন দাদা ও ১০ জন দিদি। এই ২০ জন থেকে দুজনকে ভূষিত করা হয়েছে ‘শারদ সাজে বিশ্বরঙের দিদি এবং দাদা ২০২২’।
শারদ সাজে বিশ্বরঙের দিদি খেতাব জয় করেছেন শতাব্দী দাস এবং দাদা খেতাব জয় করেছেন আহাসানুল কবির জাসবীর। এ ছাড়া ছিল দদা এবং দিদি প্রথমম রানারআপ প্রেমা ও তামিম তানভীর, দ্বিতীয় রানারআপ তনিমা বর্মা তমা এবং খান মেহেদী জয় ও তানভীর আহম্মেদ নোমান, শিশুদের মধ্য থেকে দুজন দাদা কুন্তল ও দিদি নওরিন সম্মান।
অনুষ্ঠানে বিচারক ছিলেন স্বনামধন্য অভিনেত্রী শম্পা রেজা, বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার ইমন সাহা , চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়িকা পূজা চেরি, চিত্রনায়ক নিরব, বিশিষ্ট সাংবাদিক মুন্নি সাহা, স্বনামধন্য নাট্য ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী, নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব এবং বিশ্বরঙের কর্ণধার ও স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।
আরও উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী, ড্রিম হলিডে পার্ক-এর ব্যবস্থাপনা পরিচালক প্রবীর সাহা, বিশিষ্ট অভিনেত্রী মিলি বাশার, বিশিষ্ট অভিনেতা আজম খান, সংগীত শিল্পী কর্ণিয়া, চিত্রনায়ক শিপন মিত্র, চিত্রনায়ক ইমন, চিত্রনায়ক ও মডেল অভিনেতা সাঞ্জু জন, নৃত্যশিল্পী রানী চৌধুরী, ফ্যাশন কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, সংগীতশিল্পী সুস্মিতা সাহাসহ অনেকেই।
কুন্তলে মা কনিকা মল্লিক বলেন ছেলে এ অনুষ্ঠানে বিজয়ী হওয়া আমাদের জন্য খুব আনন্দের আশাকরি আগামীতে ছেলের ক্রিয়েটিভ একটিভিটিতে আমার উল্লেখ যোগ্য উৎসাহ থাকবে।
কুন্তল মল্লিক বলেন এতো বড়ো আয়োজনে পারফর্ম করা আমার জন্য সৌভাগ্যের, প্রথমে অডিশন রাউন্ডে পার হয়ে আমার ভয় কেটে যায়। জনপ্রিয় সন্মানিত বিচারকদের উপস্থিতিতে বিজয়ী হতে পেরে আমার খুব ভালো লেগেছে তবে সুযোগ পেলে এমন কাজ করতে চাই।
কুন্তল মল্লিক পড়াশোনার পাশাপাশিগান শেখে, গিটার শেখে।