বরিশালে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বরিশালে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বরিশালে কমিউনিটি পুলিশিং  ডে-২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।   

শনিবার ১৫ অক্টোবর সকাল ১১ টায় "পুলিশই জনতা, জনতাই পুলিশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং  ডে উপলক্ষে পুলিশ কমিশনার বিএমপি  মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার এর সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিলসেডে  এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

আগামী ২৯ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে উদযাপনকে অধিকতর সুন্দর, সাফল্যমন্ডিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় কমিউনিটি পুলিশিং ডে'র অনুষ্ঠানসূচী,  র‍্যালী, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী সহ বিভিন্ন বিষয়ে আমন্ত্রিত অতিথিদের সাথে মতবিনিময় করে এ সময় সংশ্লিষ্ট সকলকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম । 

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স  সঞ্জয় কুমার কুণ্ডু, পরিচালক শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল  ডাঃ এইচ. এম. সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার ডিবি  মােঃ জুলফিকার আলী হায়দার, উপ পুলিশ কমিশনার দক্ষিণ  মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন  খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার সিএসবি  বি এম আশরাফ উল্যাহ তাহের, প্যানেল মেয়র বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম এর নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক নেতৃবৃন্দ,  ছাত্র ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ , চিকিৎসক বৃন্দ,  সভাপতি বরিশাল আইনজীবী সমিতি, বিভিন্ন সমাজসেবী সংগঠন ও নানান শ্রেণি-পেশার নেতৃবৃন্দ সহ বিএমপি'র সকল শীর্ষ কর্মকর্তা বৃন্দ।