বরিশালে তিন দিনের লোকসংস্কৃতি উৎসব শুরু

বরিশালে শুরু হয়েছে তিন দিনের জেলা লোকসংস্কৃতি উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমি বরিশাল ওই উৎসবের আয়োজন করেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
উৎসবের উদ্বোধক জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার বলেন, করোনার প্রভাবে আমরা ঘরমুখো ছিলাম। স্থবির ছিলো সংস্কৃতির সকল কর্মকান্ড। সেখান থেকে আমরা উৎসবের দিকে এগোচ্ছি। লোকসংস্কৃতি আমাদের ইতিহাসের অন্যতম উপাদান। লোক সংস্কৃতি উৎসব আমাদের সমৃদ্ধ করবে।
অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবের সূচনা দিনের আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশালের পুলিশ সুপার মো. মারুফ হোসেন, কেএসএ মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় কমিটির সদস্য সৈয়দ দুলাল, এছাড়াও আরও উপস্থিত ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, বরিশাল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. হাসানুর রশীদ।
নেজারুল ইসলাম বাবুর উপস্থাপনায় অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে নৃত্যাঙ্গনের নৃত্য শিল্পীরা, এর পর রয়ানী পরিবেশন করেন আগৈলঝারার শিল্পীরা, কবিগানের মাধ্যমে প্রথম দিনের লোকসংস্কৃতি উৎসব শেষ হয়।
আজ শুক্রবার ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় দিনের আয়োজন শুরু হবে। আলোচনা পর্বের পর পরিবেশিত হবে বাউল গান।
আগামীকাল শনিবার ৯ অক্টোবর তিন দিনের জেলা লোকসংস্কৃতি উৎসব সন্ধ্যায় আলোচনা ও জারীগান পরিবেশনের মাধ্যমে শেষ হবে।