বরিশালে বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা

নারায়নগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে বরিশালে। বরিশাল মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার জুমার নামাজের পর নগরীর সদর রোডে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ এবং জেলা (দক্ষিন) বিএনপির আহবায়ক মজিবর রহমান নান্টুসহ যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা করিয়ে সরকার আন্দোলন থামাতে পারবে না। শাওনের রক্ত বৃথা যাবে না। এর বিচার অবশ্যই একদিন হবে।