বরিশালে মোটর সাইকেল-বাই সাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত

বরিশালে মোটর সাইকেল ও বাই সাইকেলের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম মো: সাব্বির হোসেন। তিনি বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের মজিদপুর (পেটকাটা) এলাকার সবুজ মৃধার ছেলে।
বন্দর থানার পুলিশ সূত্র জানায়, আজ বেলা ১১ টার দিকে সাব্বির মোটরসাইকেলযোগে বরিশাল নগরীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শরিফ বাড়ি নামক এলাকার একটি শাখা রাস্তা থেকে হঠাৎই বাইসাইকেল নিয়ে মূল সড়কে উঠে আসেন এক ব্যক্তি।
এসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকলটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন সাব্বির।
স্থানীয়রা দ্রুত সাব্বিরকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। বন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে মটর সাইকেলটি বরিশালের দিকে যাচ্ছিলো পথি মধ্যে শরিফ বাড়ি নাম স্থানে আসলে একটি শাখা রাস্তা থেকে বাইসাইকেল উঠে পড়ে।
তখন মটর সাইকেলটি বাইসাইকেলটিকে ধাক্কা দিলে দু’ জনেই পরে যায় রাস্তায়। এসময় মটরসাইকেল আরোহী সাব্বির গুরুত্বর আহত হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষনা করেন।
বরিশাল মেট্টোপলিটন বন্দর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টির তদন্ত চলছে। দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে