বরিশালে শান্তি সমাবেশ করেছে যুবলীগ

বরিশালে শান্তি সমাবেশ করেছে যুবলীগ

বরিশালে শান্তি সমাবেশ করেছে যুবলীগ। দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে নগরীর ফজলুল হক এভিনিউ নগর ভবনের সামনে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর। 

মহানগর যুবলীগ আহ্বায়ক নিজামুল ইসলাম নিজামের সভাপতিত্বে শান্তি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, যুবলীগ কেন্দ্রিয় কমিটির বিশেষ সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম ও জহির উদ্দিন খসরু। 

বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মো. মুহাম্মদ বদিউল আলম, জেলা যুবলীগ সভাপতি মো. জাকির হোসেন ও সাধারন সম্পাদক ফজলুল করিম শাহিন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেজবাউদ্দিন জুয়েল। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 
শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর বলেন, বরিশাল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। 
মহানগর আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তারা নির্বাচনে বিশ্বাস করে না। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। মুজিব আদর্শের সৈনিকরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে সাথে নিয়ে বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করবে বলে হুশিয়ারি দেন তিনি।

এর আগে নগরী এবং জেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল সমাবেশস্থলে জরো হয়। যুবলীগের শান্তি সমাবেশ এবং অদূরে বিএনপি’র তারুণ্যের সমাবেশের কারণে শান্তি সমাবেশের স্থলে মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।