বানারীপাড়ায় নৌকার পক্ষে একাট্টা ৯ সম্ভাব্য প্রার্থী

বানারীপাড়ায় নৌকার পক্ষে একাট্টা ৯ সম্ভাব্য প্রার্থী

বরিশালের বানারীপাড়া উপজেলায় আগাম ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রার্থীরা মাঠে নেমেছেন। ২০২১ সালে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তার আগেই বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে সম্ভাব্য ৯ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী একই মঞ্চে কর্মীসভা করেছেন। তারা একে অন্যের হাতে হাত রেখে অঙ্গীকার করেছেন যিনি নৌকা প্রতীক পাবেন তার পক্ষে বাকি ৮ প্রার্থী কাজ করবেন।

গত সোমবার বিকেলে সৈয়দকাঠী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইন্দেরহাওলা গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের মসজিদ প্রাঙ্গনে কর্মীসভা করেন সম্ভাব্য ৯ চেয়ারম্যান প্রার্থী।

মো. ফারুক হোসেন হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় ২০২১ সালের ইউপি নির্বাচনে নৌকা প্রতীক চান এমন ৯জন প্রার্থী এক মঞ্চে হাতে হাত রেখে অঙ্গীকার করেছেন। এই ৯ প্রার্থীর মধ্যে যিনি নৌকা প্রতীক পাবেন তার পক্ষে অন্যরা কাজ করার দৃঢ়শপথ গ্রহণ করেন।
২০২১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল রাজ্জাক মাষ্টার, সৈয়দকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন মন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম মৃধা, সাবেক শ্রমিকলীগ নেতা ও মাননীয় সংসদ সদস্যর সৈয়দকাঠী ইউনিয়নের প্রতিনিধি মো. বজলুর রহমান, বানারীপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছেসেবক লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যনিবার্হী কমিটির অন্যতম সদস্য এইচ.এম হাফিজুর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের কার্যনিবার্হী কমিটির অন্যতম সদস্য মো. মিজানুর রহমান মিঠু ঘরামী, মো. তরিকুল ইসলাম তারেক, সৈয়দকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার হোসেন মৃধা, সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. নুর হোসেন।
কর্ম সভার বক্তৃতায় চেয়ারম্যান প্রার্থীরা অভিযোগ করেন, সৈয়দকাঠী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল মন্নান মৃধা ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকে মান্নান মৃধা দলের নেতাকর্মীদের বাদ দিয়ে স্বজনপ্রতী, দুর্নীতিতে মেতে ওঠেন। একই সঙ্গে বিভিন্ন ভাতা বা কার্ড ভোগীদের নিকট থেকে অর্থ আদায়, নেতাকর্মীসহ সাধারণ জনসাধারণের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের লোকদের জমি দখল করে জনগণের সামনে আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন। তাই বর্তমান চেয়ারম্যান মন্নান মৃধাকে পুনরায় মনোনয়ন না দেওয়ার জন্য সভায় বক্তারা জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের কাছে আহবান জানান।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এইচ.এম হাফিজুর রহমান মামুনের সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তাব্য রাখেন বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ দপ্তর সম্পাদক মো. বেল¬াল হোসেন, সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আ. হাইয়ান, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আ. ছালাম মোল্ল¬া, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লালন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আলী আকবর, সৈয়দকাঠী ইউনিয়ন ছাত্রলীগের নেতা মো. সবুজ হোসেন প্রমুখ।