মধ্যরাত থেকে সারাদেশে নৌযান ধর্মঘট শুরু

মধ্যরাত থেকে সারাদেশে নৌযান ধর্মঘট শুরু
১৫ দফা দাবিতে মঙ্গলবার মধ্যরাত থেকে সারা দেশে অবিরাম নৌযান ধর্মঘট শুরু হয়েছে। নৌযান শ্রমিকদের ৬টি সংগঠনের জোট নৌযান শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দিয়েছে। নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম জানান, ১৫ দফা দাবি আদায়ে গত ১৫ এপ্রিল ধর্মঘট শুরু হয়েছিল। ধর্মঘটের প্রথম দিন শ্রমিক অধিদপ্তর, মালিক ও শ্রমিক পক্ষ ত্রিপাক্ষীয় বৈঠক করে দাবিগুলো বাস্তবায়নে ৪৫ দিনের সময় নেয় নৌযান মালিকপক্ষ। তাদের আশ্বাসে ওইদিন ধর্মঘট প্রুত্যাহার করা হয়। কিন্তুমঙ্গলবার পর্যন্ত একটি দাবিও বাস্তবায়ন করেননি মালিকরা। এজন্য গত ২০ জুলাই সভা করে ২৩ জুলাই রাত ১২টা থেকে সারাদেশে অবিরাম শ্রমিক ধর্মঘট করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে নৌযান ধর্মঘট শুরু হয়েছে। নৌযান শ্রমিক নেতা মো. শাহ আলম বলেন, গত ২০ জুলাই ধর্মঘটের সিদ্ধান্ত হলেও এ পর্যন্ত শ্রম অধিদপ্তর ও নৌযান মালিক সংগঠন সমঝোতার কোন উদ্যোগ গ্রহণ করেনি। তাই মধ্যরাত থেকে ধর্মঘট শুরু হয়েছে। শ্রমিকদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বেতনভাতা বৃদ্ধি করে যুগোপযোগী করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, নৌযান শ্রমিকদের হামলার বিচার, নৌপথে চাঁদাবাজি বন্ধ, মেরিন আইনের যথাযথ বাস্তবায়ন, মৃত নৌযান শ্রমিকদের ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া।