মাহমুদুর রহমান মান্নার বক্তব্যে গণতন্ত্রের জন্য আহ্বান

মাহমুদুর রহমান মান্নার বক্তব্যে গণতন্ত্রের জন্য আহ্বান

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান সরকার এমন পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু কেউ তা টেরই পায় না। তিনি বলেন, আগের দিনগুলোতে চোর পালাতে পারত না, কিন্তু এখন চোরের প্রধানদের পালানোর সুযোগ করে দেওয়া হচ্ছে। যারা লুটপাট করেছেন, তাদের কেউ গ্রেফতার করার মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল এবং শতাধিক পণ্যে শুল্ক কর বাড়ানোর সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে নাগরিক ঐক্য আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান আরও বলেন, আমরা সংস্কারের কথা বলেছি এবং চাই, কিন্তু এই সরকার (অন্তর্বর্তীকালীন সরকার) শুধু একটি সময়ের জন্য গঠিত হয়েছে। তারা যদি গরিবদের জন্য কাজ করত, তাহলে সেই সুযোগ তারা ইতোমধ্যেই ব্যবহার করত। কিন্তু তা হয়নি।

তিনি ড. মুহাম্মদ ইউনূসের কাছেও অভিযোগ করেন, আইএমএফ বাংলাদেশকে সাহায্য দিতে চাইছে, কিন্তু সেই টাকায় ১০০টি দ্রব্যের ওপর কর বাড়ানো হচ্ছে। ড. ইউনূস বাংলাদেশের অর্থনীতিকে আর্থিক সংকট থেকে বের করার জন্য আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছেন বলে দাবি করেন মাহমুদুর রহমান মান্না।

তিনি আরও বলেন, নির্বাচনের জন্য আমরা ভোট চাই, গণতন্ত্রের জন্য। বিএনপি বড় রাজনৈতিক দল, তাদের ক্ষমতা অর্জনের ইচ্ছা থাকবে। কিন্তু আমাদের চাওয়া একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা।