মেহেন্দিগঞ্জ উপজেলার চেয়ারম্যানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

মেহেন্দিগঞ্জ উপজেলার চেয়ারম্যানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান একেএম মাহফুজ আলম লিটন সরদারের বিরুদ্ধে ভুয়া দাতা সাজিয়ে জালিয়াতির মাধ্যমে সম্পত্তি দলক করার অভিযোগ উঠেছে।  মুলাদী উপজে৭লার চর লক্ষিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন সিকদার ওই অভিযোগ করেছেন।

মঙ্গলবার বেলা ১১টায় বরিশালের একটি রেস্তোঁরায় সাংবাদিক সম্মেলনে তিনি ওই অভিযোগ করেন। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গিয়াস উদ্দিন সিকদার অভিযোগ করেন, মেহেন্দিগঞ্জের সাংসদ পংকজ নাথের পছন্দের চেয়ারম্যান একেএম মাহফুজ আলম লিটন সরদার ২০১৯ সালের ৯ এপ্রিল মুলাদী পৌরসভা থেকে মো. আলী আজমের ভোটার আইডি কার্ড গোপন করে মো. আলী আজম বেপারীর নামে ভূয়া জন্ম নিবন্ধন সনদ বের করে। ওই ভুয়া জন্মনিবন্ধন দিয়ে তাকে দাতা সাজিয়ে লিটন সরদার নিজের নামে ৫৫ শতাংশ ও তাহার দুই লাঠিয়াল মো. আজম শেখ এবং মো. লিটন ঢালীর নামে ১০ শতাংশ করে ২০ শতাংশ জমির ভুয়া দানপত্র দলিল সৃষ্টি করে।

গিয়াস উদ্দিন আরো বলেন, তার নিজের ভোগ দখলীয় সম্পত্তি থেকে উপজেলা চেয়ারম্যান একেএম মাহফুজ আলম লিটন সরদার জোর পূর্বক ফসল নিয়ে গেছে। তার বিরুদ্ধে জালজালিয়াতির অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুয়া জন্মনিবন্ধন করা মৃত ব্যক্তি মো. আলী আজম বেপারীর ছেলে মো. মনির হোসেন বলেন, আমার বাবার নামে ভ’য়া জন্মনিবন্ধন বের করে জায়িাতির মাধ্যমে অন্যের জমি নিজের নামে করিয়েে নিয়েছে উপজেলা চেয়ারম্যান। আমার বাবা কিংবা আমি কেউ ওই জমি দলিল করিয়ে দেইনি। 
এব্যাপারে ভুক্তভোগী গিয়াস উদ্দিন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।