রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার অসম্ভব: সিপিডি

রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় বলে মনে করছে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থার মতে, ক্ষমতার পালাবদল হলেও অর্থনৈতিক উন্নতির গতিধারা তেমন পরিবর্তন হয়নি। অক্টোবর পর্যন্ত রাজস্ব আহরণের প্রবৃদ্ধি মাত্র ৩.৭ শতাংশ, যা আগের বছরের একই সময় ছিল ১৭ শতাংশের বেশি।
বুধবার (২৯ জানুয়ারি) সিপিডি ‘বাংলাদেশ অর্থনীতি ২০২৪-২৫: সংকটময় সময়ের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে তারা জানিয়েছে, বিদেশি ঋণের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং অভ্যন্তরীণ উৎসে নির্ভরতা বাড়ছে, যা ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
রিজার্ভের অবস্থা বিবেচনায় বিদেশি অর্থায়নের প্রকল্প বাস্তবায়নে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, বলে মন্তব্য করেছে সিপিডি। সংস্থাটি প্রতিযোগিতা কমিশনকে আরও কার্যকর এবং প্রতিযোগিতা আইন সংস্কারের প্রস্তাব দিয়েছে।
তবে সিপিডি জানিয়েছে, ব্যালেন্স অব পেমেন্টে ইতিবাচক গতি রয়েছে এবং ইউরোপ ও মার্কিন বাজারে পোশাক রফতানিতে পরিমাণগত প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া, গত চার বছরে ৪০ লাখ শ্রমজীবী বিদেশ গেছেন, যার বড় অংশই মধ্যপ্রাচ্যে। তবে রেমিটেন্সে এখনও প্রভাব ফেলছে না, বলে সিপিডি উল্লেখ করেছে।