"রাজবাড়ীতে এক নারী দুই স্বামীর সঙ্গে সংসার, প্রকাশ্যে আসায় চাঞ্চল্য"
"রাজবাড়ী সদরের আলীপুর ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস দুই স্বামীর সঙ্গে সংসার করছিলেন। প্রথম স্বামীর সঙ্গে সম্পর্ক বজায় রেখে দ্বিতীয় বিয়ে করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।"

রাজবাড়ী সদরের আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রামের নুরুল ইসলাম ভূঁইয়ার মেয়ে জান্নাতুল ফেরদৌসের অস্বাভাবিক দাম্পত্য জীবন সম্প্রতি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রথম স্বামীর সাথে সংসার করার সময়ই দ্বিতীয় বিয়ে করেন জান্নাতুল। দুই স্বামীর মন জয় করেই সংসার জীবন চালিয়ে যাচ্ছিলেন তিনি, কিন্তু ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় নানা আলোচনা শুরু হয়।
২০২২ সালে জান্নাতুল রাজবাড়ী সদরের ইন্দ্রনারায়ণপুর গ্রামের ইউটিউবার সাগর শেখকে গোপনে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবন ছিল শান্তিপূর্ণ, তবে জান্নাতুলের বাবার বিদেশ থেকে দেশে ফেরার পর সাগরের শ্বশুরবাড়িতে যাতায়াত বন্ধ হয়ে যায়। এরপর জান্নাতুল তার প্রথম বিয়ের কথা গোপন রেখে পরিবারের সিদ্ধান্তে দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্বামী সাগর সঙ্গে সম্পর্ক ঠিক রেখে দ্বিতীয় স্বামীর সঙ্গেও সময় কাটাতেন তিনি। ২ নভেম্বর তারা নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করেন। কিন্তু দুই সপ্তাহ পর সাগর জানতে পারেন যে, জান্নাতুল তার দ্বিতীয় স্বামীকে বেছে নিয়েছেন এবং প্রথম স্বামীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন।
এ ঘটনায় সাগর জান্নাতুলের কাছে বিচ্ছেদ দাবি করেন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করেন। এছাড়া ১৭ নভেম্বর তিনি রাজবাড়ীর আদালতে মামলা করেন। জান্নাতুলের মা দাবি করেছেন যে, তার মেয়ে ও সাগরের মধ্যে কিছুদিন পর বিচ্ছেদ ঘটেছিল এবং পরে তিনি আরেকজনকে বিয়ে করেন।
এদিকে আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিক জানান, সাগর ও জান্নাতুলের বিবাহবিচ্ছেদ হলে ইউপি অফিসে নোটিশ আসার কথা ছিল।