রাতেই মাকে নিয়ে হজে যাচ্ছেন সাকিব

রাতেই মাকে নিয়ে হজে যাচ্ছেন সাকিব
দল ভালো করতে না পারলেও বিশ্বকাপটা দারুণ কেটেছে সাকিব আল হাসানের। ব্যাটে-বলে অসাধারণ খেলেছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল এই নক্ষত্র। বিশ্বকাপের পর পরই পরিবার নিয়ে ব্যস্ত তিনি। এরই মধ্যে স্ত্রী-কন্যাকে নিয়ে ঘুরে এসেছেন ফ্রান্স, সুইজারল্যান্ড থেকে। এবার যাচ্ছেন মাকে নিয়ে হজ ব্রতে। সাকিবের ঘনিষ্ট সূত্রের বরাতে সংবাদ মাধ্যমে খবর এসেছে, শুক্রবার রাত ১১টার ফ্লাইটে মাকে সঙ্গে নিয়ে হজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাকিব। এসময় তাকে বিদায় জানাতে পরিবারের লোকজনের উপস্থিত থাকার কথা রয়েছে। উল্লেখ্য, সাকিব গত বছর হজে গিয়েছিলেন সৌদি রাজ পরিবারের বিশেষ অতিথি হয়ে ‘ভিআইপি’ হিসেবে। সে কারণেই অন্য দশজনের মতো অত দীর্ঘ সময়ের প্যাকেজ নয়, হাতেগোনা ৭-৮ দিনের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভিআইপির মতোই হজ পালন করেছিলেন সাকিব। একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এবার সাকিব তার নিজের মতোই হজে যাবেন। সঙ্গে নিয়ে যাচ্ছেন মাকে। সূত্র আরও জানিয়েছে, সাকিব মাকে নিয়ে হজে যাবেন বলেই স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলাইনা হাসান অব্রিকে যুক্তরাষ্ট্রে রেখে একা দেশে ফিরেছেন। আফগানিস্তান সিরিজ সামনে রেখে ২০ আগস্ট শুরু হবে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প। হজের আনুষ্ঠানিকতা শেষে সাকিব হয়তো এই অনুশীলন ক্যাম্প দিয়েই ফিরবেন ক্রিকেটে।