শেখ হাসিনার দেশে ফেরার খবর ও ভুয়া ভিডিও ফ্যাক্টচেক

সম্প্রতি একটি টিকটক ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জানুয়ারিতে দেশে ফিরবেন। তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
ভিডিওটিতে একটি পুরনো ফুটেজ ব্যবহার করে শেখ হাসিনাকে ২০২৫ সালের জানুয়ারি মাসে দেশে ফেরার কথা বলা হচ্ছে, যা সত্য নয়। ফ্যাক্টচেক রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনা ভারতের কোনো গণমাধ্যমকে ২০২৫ সালের জানুয়ারিতে দেশে ফেরার বিষয়ে সাক্ষাৎকার দেননি।
এর পরিবর্তে, ভারতের গণমাধ্যম এএনআইয়ের ২০২৪ সালের ৭ জানুয়ারির একটি ভিডিও থেকে এই দাবিটি ভিত্তিহীনভাবে প্রচারিত হচ্ছে। মূল ভিডিওতে শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমের ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সহযোগিতার প্রশংসা করতে দেখা যায়।
তথ্যভিত্তিক এই ভিডিওর মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি বিভ্রান্তি তৈরি করেছে বলে জানা গেছে।