সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদ বরিশাল প্রেসক্লাবের

দৈনিক প্রথম আলো’র সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গভীর রাতে বাড়ি থেকে তুলে এনে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার দেখানোর ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সকল সদস্যবৃন্দ মনে করেন সাংবাদিকদের লেখুনীতে কোন ভুল হলে তা প্রেস কাউন্সিলের মাধ্যমে অভিযোগ আকারে আনা যেতো।
কিন্তু তা না করে একজন সাংবাদিককে রাতের আধারে আইনশৃঙ্খলা বাহিনীর তুলে এনে গ্রেফতার দেখানোর বিষয়টি দুঃখজন। তাই পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।