সাবেক এমপি রতনের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের অবৈধ সম্পদের অনুসন্ধানে মাঠে নেমেছে। মঙ্গলবার সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় অবস্থিত তার বাড়ি ‘স্পর্শ স্পন্দন ড্রিম হাউস’ পরিমাপ করেন দুদকের কর্মকর্তারা। এর আগে সোমবার ধর্মপাশা উপজেলার নওধার গ্রামে তার বিলাসবহুল বাড়ি ‘হাওর বাংলা’ পরিমাপ করা হয়।
মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগ, অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ। প্রথম দফায় ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু হয়েছিল। এরপর ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরাজিত হন।
দুদকের তদন্ত টিমের সদস্যরা জানান, রতনের বিরুদ্ধে নতুন অভিযোগ জমা হয়েছে এবং সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও ঢাকায় অনুসন্ধান চলছে। তারা সুনির্দিষ্ট প্রতিবেদন জমা দেবে পরে।