সিআইডি প্রধান শফিকুল ইসলাম হলেন ডিএমপি কমিশনার

ঢাকা মেট্টোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মহাপরিদর্শকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসা আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হবেন।
বুধবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
আছাদুজ্জামান মিয়ার মেয়াদ এক মাস বাড়ানোয় শফিকুল ইসলাম সেপ্টেম্বরে এ পদে যোগ দেবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সিআইডির মহাপরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়।