১৫ জানুয়ারির মধ্যে 'প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলুশন' ঘোষণা করতে হবে : হাসনাত

১৫ জানুয়ারির মধ্যে 'প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলুশন' ঘোষণা করতে হবে : হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ১৫ জানুয়ারির মধ্যে 'প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলুশন' ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ৩১ ডিসেম্বরের পর সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না। এই দেশে কোনো বিদেশি প্রভাব বা অন্য দেশের দাদাগিরি চলবে না।

বুধবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে লিফলেট বিতরণ ও জনসংযোগের সময় সাংবাদিকদের এসব মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। এর আগে, কুমিল্লা পুলিশ লাইন থেকে জনসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করে বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

তিনি আরও বলেন, কুমিল্লা থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে। চব্বিশের বাংলাদেশে আগামী দিনের স্বপ্ন কুমিল্লা থেকেই শুরু হবে। কুমিল্লা থেকেই উচ্চারিত হয়েছে ফ্যাসিবাদবিরোধী ধ্বনি। আগামী সাতদিন দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করা হবে।

হাসনাত বলেন, এই দেশে আর আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না। ১৫ জানুয়ারির মধ্যে শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 'প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলুশন' ঘোষণা করতে হবে। কোনো বিদেশি প্রভাব বা দাদাগিরি যেন এই দেশে চলতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে দেশবাসী।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম, কুমিল্লা জেলার আহ্বায়ক সাকিব হোসাইন, সদস্য সচিব রুবেল হোসেন, মহানগর সদস্য সচিব রাশেদুল হাসান প্রমুখ।